০২ অক্টোবর ২০২৫, ১০:৩৫ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১০:৩৫ এএম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাবেক স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও নির্বাচনী কমিটির সেক্রেটারি মো. রুহুল আমিন নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) রাতে রাজশাহী নগরীর একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে গোদাগাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। নয়নের বাড়ি উপজেলার মাটিকাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রেমতুলি কাঁঠালবাড়ীয়া গ্রামে। গোদাগাড়ী থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, পাঁচ আগস্টের বিস্ফোরক ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। পুলিশ সূত্র জানায়, রুহুল আমিন নয়ন দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। স্বৈরাচার আমলের ঘনিষ্ঠ নেতা হিসেবে অবৈধভাবে হাট-ঘাট দখল, টেন্ডারবাজি, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, অবৈধ প্লট ও মাদক ব্যবসা, মামলা বানিজ্যসহ নানা অপরাধে...