০২ অক্টোবর ২০২৫, ১০:০৪ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১০:০৪ এএম ‘জামায়াতের কাছে সকল ধর্মের মানুষ নিরাপদ’—এ মন্তব্য করেছেন কুমিল্লা-০১ (দাউদকান্দি-মেঘনা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মো. মনিরুজ্জামান বাহালুল। বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মনিরুজ্জামান বাহালুল বলেন, জামায়াতে ইসলামী সবসময় জনগণের কল্যাণে রাজনীতি করে এসেছে। এ দল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তাই কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও শান্তি প্রতিষ্ঠাই জামায়াতের মূল লক্ষ্য। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন ও...