০২ অক্টোবর ২০২৫, ০৯:২৬ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৯:২৬ এএম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গোপালগঞ্জ-২ আসনের বিভিন্ন মন্দিরে প্রচারণা চালিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার মো. নূরুজ্জামান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি পূজামণ্ডপে গিয়ে লিফলেট বিতরণ করেন। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে দলের গুরুত্বপূর্ণ প্রস্তাবনাগুলো সাধারণ মানুষের কাছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কাছে পৌঁছে দেওয়া। এ সময় তিনি পূজারি, ভক্তবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি শান্তিপূর্ণ উৎসব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অভিযানে...