ইসরায়েলি বাহিনীর বাধা ও ধরপাকড় সত্ত্বেও ফিলিস্তিনের গাজার উদ্দেশে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ত্রাণবাহী নৌবহরের অন্তত ৩০টি জাহাজ। এগুলো বর্তমানে উপত্যকাটি থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। রয়টার্স গতকাল বুধবার গভীর রাতে গাজা উপকূল থেকে প্রায় ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় নৌবহরটির ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। অন্তত আটটি নৌযানকে জোরপূর্বক থামিয়ে দেওয়া হয়। সেগুলোর মধ্যে রয়েছে দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্রান্ডি ব্লু। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, মোট ১৩টি নৌযান থামিয়ে দেওয়া হয়েছে। এদিকে, আটক নৌযানগুলো থেকে বেশ কয়েকজন অধিকারকর্মীকে আটক করে ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে সুইডেনের খ্যাতনামা জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, হামাস–সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদে থামানো হয়েছে...