এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে হেরে টানা (৮ ম্যাচে) পরাজয়ের ধারা অক্ষুণ্ন রেখেছে পাকিস্তান। সেই ম্যাচ নিয়ে চুলছেড়া বিশ্লেষণ চলছে পাকিস্তানের ক্রিকেট মহলে। ওই ইস্যুতে মন্তব্য করে বিপাকে পড়েছেন শোয়েব মালিকের স্ত্রী সানা জাভেদ। সমালোচনার পর তিনি ইউটার্ন (পুরোনো অবস্থান থেকে সরে গিয়ে) করে নতুন ব্যাখ্যা দিয়েছেন। গত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ১১.২ ওভারে ১০০ রান তুলেও চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান অলআউট হয় ১৪৬ রানে। তিলক ভার্মার ফিফটিতে ভর করে ২ বল এবং ৫ উইকেট হাতে রেখেই ভারত জয় নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে ভারত মহাদেশীয় এই প্রতিযোগিতায় নবমবারের মতো শিরোপা জিতল। অন্যদিকে, ২০২২ সালের সেপ্টেম্বরের পর আর জেতা হয়নি পাকিস্তানের। কেবল এবারের এশিয়া কাপেই তারা ৩ বার হেরেছে। ফাইনাল শেষে সানা জাভেদ তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘যদি আজ শোয়েব...