গোপালগঞ্জে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের সন্ধান দিয়েছে লাক্ষা পোকা। এ পোকায় আক্রান্ত গাছ থেকে রজন সংগ্রহের মাধ্যমে জীবিকার নতুন উৎস পেয়েছেন অন্তত চারশো মানুষ। রজন প্রতি কেজি ৩৫০ টাকা থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে এতে একজন দিনমজুর প্রতিদিন ১ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত আয় করছেন বলে জানিয়েছেন তিন বছর আগে গোপালগঞ্জ শহরে রজনের ব্যবসা শুরু করা সোহেল রানা। চাঁপাইনবাবগঞ্জের এই যুবক গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক বিভাগে পড়াশোনা শেষ করে এখন শহরের গোবরা সোবাহান সড়কে রজনের ব্যবসা করছেন। তিনি বলেন, চাপাইনবাবগঞ্জে অনেক দিন থেকেই রজনের ব্যবসা চালু আছে। তবে গোপালগঞ্জের মানুষ এ সম্পর্কে তেমন কিছু জানত না। তাই আমি ৩ বছর আগে এখানে প্রথম রজন সংগ্রহ ও বিপণন ব্যবসা শুরু করি। “এখন এ জেলার দিনমজুর...