ভারতের অহিংসার প্রতীক মহাত্মা গান্ধীর জন্মদিন আজ ২ অক্টোবর। ১৮৬৯ সালের এই দিনে তিনি গুজরাটের পরবন্দরে জন্মগ্রহণ করেন। ভারত দিনটিকে একটি জাতীয় উৎসব হিসেবে উদযাপন করে। তার সত্য ও অহিংসার ধারণাকে স্মরণ করে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানায় দেশটির জনগণ। দিনটি ভারতে জাতীয় ছুটি থাকে। স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের মতো এ দিনটিকেও জাতীয় উৎসবের মর্যাদা দেওয়া হয়েছে। ১৯১৫ সাল থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ছিলেন মহাত্মা গান্ধী। তার আগে বহু দশক ধরে স্বাধীনতা সংগ্রাম চলছিল। কিন্তু গান্ধীর সক্রিয়তা ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে অসাধারণ প্রাণশক্তি দেয়। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ইংরেজ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের পর এই দিন ভারত একটি স্বাধীন রাষ্ট্র...