ম্যাঞ্চেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড যেন গোল মেশিন। চ্যাম্পিয়নস লিগে একের পর এক রেকর্ড ভেঙে এগিয়ে চলেছেন তিনি। গত মাসে নাপোলির বিপক্ষে গোল করে হয়েছিলেন টুর্নামেন্টের ইতিহাসের দ্রুততম ৫০ গোলদাতা। এবার তিনি আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির রেকর্ড ভাঙার পথে আরও এগিয়ে গেলেন। বুধবার মোনাকোর বিপক্ষে ২-২ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি। দুটি গোলই করেছেন হালান্ড। কিন্তু দুইবার লিড নিয়েও তারা জিততে পারেনি। জোড়া গোল করে দ্রুততম ৬০ গোলের রেকর্ডে মেসিকে পেছনে ফেলার দৌড়ে আরও এগিয়ে গেলেন হালান্ড। মেসি ৬০ গোল করেছিলেন ৮০ ম্যাচে। কিন্তু হালান্ড ইতিমধ্যেই ৫০ ম্যাচে ৫২ গোল করে ফেলেছেন। ফলে মেসির রেকর্ড ভাঙা এখন কেবল সময়ের অপেক্ষা। ম্যাচ চলাকালীন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে গণ্ডগোলে মোনাকোর এক কোচকে লাল কার্ড দেখানো হয়, আর সিটির...