অবরুদ্ধ গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌ বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের ১৩টি নৌযান জব্দ করেছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে ২০০ জনকে। এই ঘটনা দেশে দেশে বিক্ষোভের জ্বালানি হয়ে দাঁড়িয়েছে। আলজাজিরা জানিয়েছে, গাজার উদ্দেশ্যে রওনা হওয়া এই নৌকার বহরে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের অধিকারকর্মী, রাজনীতিক, কূটনীতিক এবং জলবায়ু কর্মী, যারা মানবিক সহায়তা বহন করছিলেন। ইসরায়েলের এই অভিযানকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ত্রাণ বহরের নিরাপত্তা এবং গাজার জনগণের জন্য ন্যায়ের দাবি জানিয়েছেন।আরো পড়ুন:গ্রেটা টুনবার্গসহ গাজা ফ্লোটিলার ২০০ জনকে আটক করেছে ইসরায়েলবুকে আবু সাঈদ হাতে বাংলাদেশ, গাজার পথে শহিদুল আলম গ্রেটা টুনবার্গসহ গাজা ফ্লোটিলার ২০০ জনকে আটক করেছে ইসরায়েল বিক্ষোভকারীরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন, তারা যেন অবিলম্বে পদক্ষেপ নিয়ে ফিলিস্তিনে মানবিক সঙ্কট রোধে কার্যকর ভূমিকা রাখে। ইতালি:বুধবার...