গ্রামীণ পটভূমিতে এক দরিদ্র মেয়ের প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে পূজার বিশেষ নাটক ‘রাধিকা’। আমানুল হক হেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। বিজ্ঞপ্তিতে মাছরাঙা টিভি জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘রাধিকা’। নাটকের চিত্রনাট্য তৈরি হয়েছে দরিদ্র ঘরের মেয়ে রাধিকাকে ঘিরে। গ্রামে গ্রামে ঘুরে লাউ, শসা, কুমড়ো- যা পাওয়া যায়, সেসব বাজারে বিক্রি করেই চলে তার সংসার। কঠিন স্বভাবের হলেও সৌন্দর্যে মিষ্টি মেয়েটির প্রতি গ্রামের অনেকেরই দৃষ্টি থাকে। বাজারের আড্ডায়, দরদামের ছলে অনেকেই তার সঙ্গে কথা বলতে চায়। সেই রাধিকার প্রেমে পড়ে জেলে পরিবারের ছেলে মাধব। তাদের প্রেমের গল্পেই এগিয়ে যাবে নাটকটি। নাটকটি নিয়ে পরিচালক ফরহাদ আলম বলেন, “উৎসবের একটি বিশেষ...