যুক্তরাষ্ট্র ইরানের প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের অভিযোগে ২১টি প্রতিষ্ঠান ও ১৭ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার (১ অক্টোবর) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) এ ঘোষণা দেয়। ওএফএসি’র অভিযোগ, ইরানের এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন ও শহিদ বাকেরি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্ক দেশীয়ভাবে সামরিক প্রযুক্তি সংগ্রহ করছে। এই গ্রুপ ইরানের শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করে। আরেকটি নেটওয়ার্ক ইরান, হংকং ও চীনে সক্রিয় থেকে মার্কিন তৈরি ইলেকট্রনিকস সরবরাহ করেছে শিরাজ ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিজকে। তারা রাডার ও মিসাইল গাইডেন্স সিস্টেম তৈরি করে। এছাড়া ইরান, জার্মানি, তুরস্ক, পর্তুগাল ও উরুগুয়েজুড়ে ছড়ানো আরেকটি নেটওয়ার্ক ইরানের হেলিকপ্টার সাপোর্ট অ্যান্ড রিনিউয়াল কোম্পানির জন্য সরঞ্জাম জোগাড় করেছে। প্রতিষ্ঠানটি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের ব্যবহৃত হেলিকপ্টার সার্ভিস করে। ওএফএসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আওতাধীন...