চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে দারুণ এক নাটকীয় ম্যাচ উপহার দিল পিএসজি ও বার্সেলোনা। বুধবার কাতালানদের মাঠে শেষ মিনিটে গনসালো রামোসের গোলে ২-১ ব্যবধানে জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল। ১৯তম মিনিটে লামিন ইয়ামাল ও পেদ্রির দ্রুত সমন্বয়ে বল পেয়ে মার্কাস র্যাশফোর্ডের পাস থেকে গোল করেন ফেরান তোরেস। এতে এগিয়ে যায় বার্সেলোনা। তবে ম্যাচের ৩৮তম মিনিটে পাল্টা আঘাত হানে পিএসজি। নুনো মেন্দেসের গতিময় দৌড়ে তৈরি করা সুযোগ কাজে লাগান তরুণ ফরোয়ার্ড সেনি মাইউলু। তার নিখুঁত শটে সমতায় ফিরে অতিথিরা। দ্বিতীয়ার্ধে খোলা আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। হাকিমি, বারকোলা ও কাং ইন লির প্রচেষ্টা বিপজ্জনক হলেও জালে বল পাঠাতে পারছিল না পিএসজি। অন্যদিকে ইয়ামাল ও দানি ওলমো কয়েকবার সুযোগ তৈরি করেও গোলের দেখা পাননি। অবশেষে নির্ধারিত...