গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামক ত্রাণবাহী জাহাজবহরটি গাজার উপকূলের কাছে ইসরায়েলি নৌবাহিনীর বাধার মুখ পড়েছে। এ ঘটনার প্রতিবাদে ইতালিসহ ইউরোপের কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজামুখী জাহাজবহরটি আটকের খবর ছড়িয়ে পড়ার পরপরই ইতালির নেপলস ও রোমে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। নেপলসে বিক্ষোভকারীরা প্রধান রেলস্টেশনে প্রবেশ করে ট্রেন চলাচল বন্ধ করে দেন। অন্যদিকে রাজধানী রোমের টার্মিনি স্টেশনের আশপাশে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশ ঘিরে রাখে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ইতালির পাশাপাশি স্পেন, জার্মানির বার্লিন, গ্রিসের এথেন্স এবং তুরস্কের ইস্তাম্বুল শহরেও শত শত মানুষ ইসরায়েলের এই কর্মকাণ্ডের নিন্দা জানান। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরায়েলের অভিযানকে ‘অবৈধ হামলা’ আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তুরস্ক।তুরস্কের প্রতিনিধি দল বুধবার ইসরায়েলের বাধা...