চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে গেছে বার্সেলোনা। আরেক ফ্রেঞ্চ ক্লাব মোনাকোর বিপক্ষে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে বার্সার মাঠে গঞ্জালো রামোসের শেষ মুহুর্তের গোলে জয় পায় পিএসজি। মোনাকোর মাঠে সিটি পয়েন্ট হারিয়েছে ২-২এ। ২-০ ব্যবধানে অলিম্পিয়াকোসের বিপক্ষে জয় পেয়েছে আর্সেনাল। হ্যান্সি ফ্লিকের বার্সা পিএসজির বিপক্ষে শুরুতেই ফেররান তরেসের গোলে লিড নেয়। সেনি মায়ুলুর ৩৮ মিনিটের গোলে সমতায় ফেরে পিএসজি। ৯০ মিনিটে গঞ্জালো রামোস বল জড়ান বার্সার জালে। ঘরে পরাজয় নিয়ে থামে কাতালুনিয়ান ক্লাবটি। ইউরোপসেরার মঞ্চে ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের জোড়া গোলেও পয়েন্ট হাতছাড়া করেছে। মোনাকোর মাঠে পয়েন্ট হারিয়ে আসরে প্রথম হোঁচট খেল পেপ গার্দিওলার দল। প্রথমার্ধে ১৫ মিনিটে প্রথম গোল করে হালান্ড লিড এনে দেন সিটিকে। দুমিনিট পর জর্ডান তেজে মোনাকোকে এনে দেন সমতা। প্রথমার্ধের...