স্বাভাবিক দিনে সকাল থেকেই শহরে হাজির হওয়া চিরচেনা যানজটের রূপ বুধবার বৃষ্টি আর ছুটির প্রভাবে পাল্টে যায়। সড়কজুড়ে বিরাজ করছে এক ধরনের শান্ত ও ফাঁকা পরিবেশ। অন্যদিনের তুলনায় সড়কে গণপরিবহনসহ অন্যান্য গাড়ির সংখ্যা অনেক কম। জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তারা জলজট ও গণপরিবহন কম থাকায় কিছুটা দুর্ভোগে পড়েছেন। সড়কগুলো অনেকটা ফাঁকা থাকলেও মেট্রোরেলে রয়েছে যাত্রীদের চাপ। বৃষ্টি আর সড়কে জলাবদ্ধতার কারণে যাত্রীরা মেট্রোরেল ব্যবহার করছেন। এদিকে সড়কে রিকশা ও অটোরিকশার আনাগোনা আছে চোখে পড়ার মতো। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য মানুষ এ বাহনগুলোকেই বেছে নিচ্ছেন। তবে যাত্রী কম থাকায় অনেক চালকই অলস সময় পার করছেন। আবার কোথাও কোথাও বৃষ্টির অজুহাতে অতিরিক্ত ভাড়া চাওয়ার...