বাতাসে এখনো পুজার গন্ধ লেগে আছে। কাশফুলের দোলা, ঢাকের তালে সকাল শুরু হয় এক বিশেষ আনন্দে। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত কেমন যেন চোখের পলকে কেটে যায়। আজ দশমী। বিদায়ের দিন, কিন্তু সাজের কোনো কমতি নেই। বরং এই দিনে সাজটা হতে পারে আরও একটু বিশেষ। আরও একটু উজ্জ্বল। দশমীর সাজ মানেই সবার আগে মনে আসে লাল পাড়ের সাদা শাড়ি। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শাড়িই যেন দশমীর চিহ্ন হয়ে আছে। কপালে লাল টিপ, ঠোঁটে উজ্জ্বল লাল লিপস্টিক, চোখে টানা কাজল। এই সাজে এক অদ্ভুত ঐতিহ্য মিশে থাকে। অনেকেই এই দিনে প্রতিমার মতো করে সাজতে ভালোবাসেন। যেন নিজের মধ্যেই এক দেবীসত্তার প্রকাশ ঘটে। সাদা জামদানির সঙ্গে লাল ব্লাউজে হাতের সূক্ষ্ম কাজ হলে তো কথাই নেই। মাথায় একগুচ্ছ সাদা ফুলের মালা, কানে ভারি...