০২ অক্টোবর ২০২৫, ০৯:০৫ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৯:০৫ এএম এশিয়া কাপের হতাশা পেছনে ফেলে আবার মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে টাইগাররা। শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায়। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে একই গ্রুপে ছিল এই দুই দল। আফগানদের হারিয়ে সুপার ফোর পর্বে এগিয়ে যায় বাংলাদেশ। আফগানিস্তান বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে পরিণত হওয়া ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ। স্রেফ ১৩৫ রানও করতে পারেনি তারা। যা নিয়ে হতাশা প্রকাশ করে সমর্থকদের কাছে ক্ষমাও চান নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। যদিও সুপার ফোর পর্বে ভারত ও পাকিস্তানেল বিপক্ষে চোটের কারণে খেলতে...