আমি প্রায়ই বলি, নেতৃত্বের চূড়ান্ত পরীক্ষা হলো, ঠিক সময়ে এমন এক সিদ্ধান্ত নেওয়া, যা নেতার সারা জীবনের বলা কথার একেবারে ১৮০ ডিগ্রি উল্টো, যদি সেটিই ‘এখন’ দেশের প্রয়োজন হয়। বাস্তবিক দিক থেকেও এটা সম্ভব, যদি ইসরায়েল-ফিলিস্তিনি আলোচনায় পশ্চিম তীরের ৪.৪ শতাংশ জমি ইসরায়েলের সঙ্গে যুক্ত হয় এবং সমান আয়তনের জমি ১৯৬৭-পূর্ব ইসরায়েল থেকে ফিলিস্তিনকে দেওয়া হয়, সে ক্ষেত্রে ওই ৪.৪ শতাংশ এলাকার মধ্যেই সবুজ রেখার ওপারে থাকা ইসরায়েলিদের ৮২ শতাংশ বাস করে। অর্থাৎ তুলনামূলক ছোট জমি বিনিময়ে বড় পার্থক্য ঘটানো সম্ভব। এটা এখনো প্রযোজ্য। বাকি ১৮ শতাংশ ইসরায়েলি যদি সেখানে থেকেই যায়, আমার ফিলিস্তিনিদের সঙ্গে যোগাযোগ বলছে, অন্যান্য সব বিষয়ে একমত হলে তারা রাজি হবে যে, ওরা ফিলিস্তিনি রাষ্ট্রের ভেতরে থাকবে কিন্তু ইসরায়েলি নাগরিকত্ব বজায় রাখবে। অর্থাৎ, নাগরিকত্ব থাকবে, ভূখণ্ড...