দুর্ভিক্ষ কবলিত ফিলিস্তিনি ছিটমহল গাজা অভিমুখী আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলার জাহাজগুলোর গতিরোধ করে আন্দোলনকারীদের গ্রেপ্তার করা শুরু করেছে ইসরায়েলি নৌবাহিনী। ইতোমধ্যে প্রখ্যাত জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গসহ বেশ কয়েকজনকে তারা গ্রেপ্তার করেছে বলে আল জাজিরা জানিয়েছে। ফিলিস্তিনি ছিটমহলটিতে ত্রাণ সরবরাহ করার ও ভূখণ্ডটির সমুদ্রপথে আরোপ করা ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে ৪০টিরও বেশি নৌযানে করে পাঁচশরও বেশি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এই ফ্লোটিলায় অংশ নিয়েছেন। ইসরায়েলি নৌবাহিনী তাদের জাহাজগুলো লক্ষ্য করে জলকামান থেকে পানি ছুড়ছে, তাদের টেলিযোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দিয়েছে এবং আন্তর্জাতিক জলপথ ধরে গাজার দিকে যাওয়ার সময় আন্দোলনকারীদের গ্রেপ্তার করেছে। ইসরায়েল গাজামুখী ফ্লোটিলা বন্ধ করার শপথ করেছে। এই আন্দোলনকারীরা একটি ‘আইনসম্মত নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করছে’ বলে অভিযোগ করেছে তারা; কিন্তু আন্তর্জাতিক আইনে মানবিক ত্রাণ সহায়তার অনুমতির বিষয়ে পরিষ্কার অনুমোদন...