রাজবাড়ীতে চলন্ত ট্রেন থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (০১ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে সদর উপজেলার সূর্য্যনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওছামা ইব্রাহিম রাব্বি (২০) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে। রাজবাড়ী রেলওয়ে থানার পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেন রাজবাড়ী হয়ে খুলনা যাওয়ার সময় বিকেলে সোয়া ৪টায় সূর্য্যনগর রেলস্টেশন এলাকায় পৌঁছালে যাত্রী ওছামা ইব্রাহিম পড়ে গিয়ে নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তিনি ট্রেনের দরজার সামনে বসে ছিল...