ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক ইউনিয়ন বিএনপি নেতাকে মসজিদ ও মুসল্লিদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সৃষ্ট তীব্র ক্ষোভ ও উত্তেজনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে হরিপুরের ডাংগীপাড়া ইউনিয়নে বিএনপি ও এর সহযোগী সংগঠন যুবদলের একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আসর ও মাগরিবের নামাজের সময় বিরতি দেওয়া হলেও ইশার নামাজের সময় সভাটি চলতে থাকে। এ সময় সভার আয়োজকরা স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আজান কিছুটা দেরিতে দিতে অনুরোধ করলে মুসল্লিদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। পরদিন সকালে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এক যুবদল নেতা ফেসবুকে এ ঘটনায় প্রতিবাদ জানালে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক মানিক একটি অবমাননাকর...