চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, দেশকে এগিয়ে নিতে সকল গোত্রকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আমাদের নিজেদের আগে সংস্কার হতে হবে, তাহলেই দেশ সংস্কার সম্ভব। আমি বা ডামিনই, জনগণের প্রত্যক্ষ ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে। বুধবার (০১ অক্টোবর) বিকেল থেকে মতলব দক্ষিণের বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কথাগুলো বলেন। তানভীর হুদা বলেন, শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সার্বজনীন মিলনমেলা। এখানে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের জয়গান গাওয়া হয়। বাংলাদেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এ উৎসবকে ঘিরে গ্রাম-শহরে যে আনন্দ-উৎসবের আবহ সৃষ্টি হয়, তা জাতীয় ঐক্যের দৃষ্টান্ত। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের ভোটই গণতন্ত্রের মূল ভিত্তি। তাই জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই প্রকৃত জাতীয়...