বাংলাদেশ এবং পাকিস্তান নারী ক্রিকেট দল বিকাল সাড়ে তিনটায় মুখোমুখি হচ্ছে। নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলের প্রতিপক্ষ পাকিস্তান। শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়ে গেছে গত পরশু। বৃষ্টি বিঘ্নিত উদ্বোধনী ম্যাচে ৫৯ রানে শ্রীলংকাকে হারায় ভারত। গতকাল দ্বিতীয় ম্যাচে ৩২৬ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ডকে ৮৯ রানে হারায় অস্ট্রেলিয়া। গত এপ্রিলে মহা নাটকের পর দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে টিকিট পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরে বাছাইপর্ব থেকে প্রায় ছিটকেই পড়েছিল নিগার সুলতানার দল। তবে সেদিনই পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নেট রান রেটের হিসাব মেলাতে ব্যর্থ হওয়ায় সূক্ষ্মতম ব্যবধানে বিশ্বকাপে উঠে যায় বাংলাদেশ। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে হ্যামিল্টনে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। ৫০ ওভারের বিশ্বকাপ অভিষেকে বাংলাদেশ ওই একটি ম্যাচই জিতেছিল। ওই একটি জয়েই আট...