গাজা ফ্লোটিলার একটি নৌকায় ইসরায়েলি সেনাদের হাতে আটক অধিকারকর্মীরা। দ্য গার্ডিয়ানে প্রকাশিত বুধবার রাতের ছবি। গণহত্যার নৃশংসতায় মৃত্যুপুরীতে পরিণত হওয়া গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ঝঞ্ঝামুখর সমুদ্র পাড়ি দিয়ে উপকূলে পৌঁছানো গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ২০০ জনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে গাজা ফ্লোটিলাও বলা হচ্ছে। আলজাজিরা লিখেছে, গাজা ফ্লোটিলা অর্থাৎ গাজার উদ্দেশে রওনা হওয়া নৌকার বহরে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের পাঁচ শতাধিক অধিকারকর্মী, রাজনীতিক, কূটনীতিক ও জলবায়ুকর্মী।আরো পড়ুন:বুকে আবু সাঈদ হাতে বাংলাদেশ, গাজার পথে শহিদুল আলমগাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চান ট্রাম্প এই অধিকারকর্মীদের মধ্যে বিশ্বজুড়ে জলবায়ু আন্দোলনের জন্য বিশেষভাবে পরিচিত গ্রেটা টুনবার্গ রয়েছেন, যাকে আটক করেছে ইসরায়েলি হানাদারা বাহিনী। তাকে গ্রেপ্তারের মুহূর্তের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। এই ফ্লেটিলায় অংশ নিয়েছেন বাংলাদেশের...