এলাকাবাসী জানান, গত ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে গৃহবধূ শাহনাজ বেগমের শরীরে আগুন দেয় সন্ত্রাসীরা। তাদের ধারণা, সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে নাসিমা বেগম ও তার সহযোগীরা ঘটনাটি ঘটিয়ে থাকতে পারেন। এরপর নাছিমা বেগমের বিরুদ্ধে মামলা হলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। ঢাকায় চিকিৎসাধীন থাকার পাঁচদিন পর বুধবার শাহনাজ মারা যান।আরো পড়ুন:ব্রাহ্মণবাড়িয়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যুগোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু আরো পড়ুন:চাঁদপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ এ ঘটনায় উত্তেজিত লোকজন সন্ধ্যায় নাছিমার বাড়িতে হামলা চালান। তারা লুটপাট শেষে বাড়িটিতে আগুন ধরিয়ে দেন। মারা যাওয়া শাহনাজ বেগমের স্বামী আমিনুল খান বলেন, “নাছিমা বেগম একজন সুদ ব্যবসায়ী। গত কয়েক মাস ধরেই সুদের টাকা পরিশোধ ও স্ট্যাম্প দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে আমাদের বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে তিনি আগেও...