শারদীয় দুর্গোৎসবের নবমী পূজা ও সন্ধ্যা আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে বিদায়ের সুর। আজ বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গার বিদায় ঘটবে। পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে আজকের বিসর্জনের মধ্য দিয়ে। নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন দেওয়ার নির্দেশ দিয়েছে। হিন্দু শাস্ত্রমতে, মহানবমীতে রাবণ বধের পর রাজা শ্রী রামচন্দ্র এই পূজা করেন। নীলকণ্ঠ ফুল ও যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় নবমী বিহিত পূজা। শাপলা, শালুক ও বলিদানের মাধ্যমে দশভুজা দেবী দুর্গার পূজা করা হয় এই দিনে। নীল অপরাজিতা ফুলও মহানবমীর পূজায় একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। যজ্ঞে ১০৮টি বেলপাতা, আম কাঠ ও ঘি দিয়ে দেবীর কাছে আহুতি দেওয়া হয়। আজ সকালে অনুষ্ঠিত হবে বিজয়া দশমীর পূজা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত বরুণ চক্রবর্তী জানিয়েছেন, বিজয়া দশমীতে...