চ্যাম্পিয়নস লিগে নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে বার্সেলোনাকে হারাল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বদলি খেলোয়াড় গনসালো রামোসের নির্ধারিত সময়ের শেষ মিনিটের গোলেই ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় লুইস এনরিকের দল। এর মাধ্যমে ইউরোপীয় প্রতিযোগিতায় বার্সেলোনার মাঠে টানা তিনবার জয়ী হওয়া প্রথম দল হলো পিএসজি। কাতালুনিয়ার এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা । ১৯ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ফেরান তোরেস। এর মাধ্যমে তরে টানা ৪৫ ম্যাচে গোল করার ক্লাব রেকর্ড গড়লেন। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সমতা ফেরায় ফরাসি চ্যাম্পিয়নরা। ৩৮ মিনিটে দুর্দান্ত এক ফিনিশিংয়ে গোল করেন মাত্র ১৯ বছরের সেনি মায়ুলু। ম্যাচে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও শেষ হাসি হেসেছে এনরিকের দল। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে আকরাফ হাকিমির তীক্ষ্ণ পাসে বার্সেলোনার রক্ষণ...