০২ অক্টোবর ২০২৫, ০৯:০৮ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৯:২০ এএম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচনের জন্য সরকার প্রস্তুত আছে। আমরা নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আগামীর নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। আমরা আশাবাদী আগামী ফেব্রুয়ারিতেই উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ যাকে ভোটের মাধ্যমে মেন্ডেট দেবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবো। বুধবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে সরাইল উপজেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সরাইল মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনে এসে তিনি আরও বলেন, সরাইলে নির্মিত মডেল মসজিদ নির্মাণে ত্রুটির খবর পাওয়া যায়। মডেল মসজিদের দুর্নীতি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে এবং দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা...