০২ অক্টোবর ২০২৫, ০৯:০৪ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৯:০৯ এএম কুমিল্লার বুড়িচং উপজেলার বাগিলারায় পূজা মণ্ডপে মদের টাকার জন্য হামলা চালিয়ে পূজা মন্ডপের সভাপতি সহ ৫ জনকে আহত করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১ অক্টোবর রাত সাড়ে ১২ টা বুড়িচং উপজেলার বাগিলারা নাহা বাড়ি পূজা মণ্ডপে। এ ব্যাপারে ব্যাপারে বুড়িচং থানাধীন ৬ নং ময়নামতি ইউনিয়নের অন্তর্গত বাগিলারা নাহা বাড়ী দূর্গা মন্দিরের সভাপতি পিতা-মৃত অখিল চন্দ্র নাহার সন্তান রাজবিহারী নাহা (৫৭) বাদী হয়ে প্রতিপক্ষ জালালপুর গ্রামের অধিবাসী জুজু মিয়া(৩৮) পিতা-আবদুল মজিদগং সহ ৫জনকে অভিযুক্ত করে গতকাল ১ অক্টোবর বুড়িচং থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। দাখিল করা এজাহারের ভিত্তিতে জানা যায়- ঘটনার রাতে শারদীয় দুর্গোৎসব চলাকালে প্রতিপক্ষ জালালপুর গ্রামের অধিবাসী জুজু মিয়া(৩৮) পিতা-আবদুল মজিদগং সহ অন্যান্য অভিযুক্তরা...