রাজধানীর বাজারে আবারও ইলিশের আকাল দেখা দিয়েছে। এতে বাজারে সরবরাহ কমে অনেক বাড়তি দামে বিক্রি হচ্ছে। গত কয়েক বছরের তুলনায় এমনিতেই এবার বাজারে সরবরাহ কম, চলতি সপ্তাহে তা আরো কমেছে। এতে মূল্যও বেড়েছে কেজিতে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, ইলিশের প্রজনন রক্ষায় আগামীকাল শুক্রবার রাত ১২টার পর থেকে পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। ঠিক তার আগ মুহূর্তে বাজারে সরবরাহ কমে গেছে। সে সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার কারণে চাহিদা বেড়ে যাওয়ায় চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। গতকাল বুধবার কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ী আবদুল কাদের বলেন, সরবরাহ কমে যাওয়ায় চলতি সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় ইলিশের দাম বেড়ে গেছে। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৫০০ টাকায় বিক্রি...