পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে জুলাই সনদে। সনদে জুলাই গণঅভ্যুত্থানের পাশাপাশি স্বীকৃতি পাচ্ছে বিগত ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলন। ওয়ান-ইলেভেন সৃষ্টির জন্য আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে। বলা হচ্ছে, লগি-বৈঠার তাণ্ডবে নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে ১/১১ সৃষ্টি হয়েছিল। জুলাই সনদের পরিমার্জিত ভাষ্যে পঁচাত্তরে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে শেখ মুজিবের একদলীয় শাসন কায়েমের বিপরীতে জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা উল্লেখ থাকছে। সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামায় নতুন একটি ধারা যুক্ত করে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া দল ক্ষমতায় গেলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে বলে উল্লেখ করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির মতামতসহ গৃহীত জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্যে এমনটা থাকছে বলে কমিশন সূত্রে জানা গেছে। রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত জুলাই সনদ পাঠানোর...