ফিলিস্তিনের গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-তে হস্তক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা। বুধবার রাতে ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে অন্তত ছয়টি নৌযান আটক করে তারা। এসময় গ্রেফতার করা হয় সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ একাধিক অধিকারকর্মী ও প্রতিনিধিকে। ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়, আটক হওয়া নৌযানগুলো হলো—দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা ও সিরিয়াস। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, নৌযানগুলোকে ‘নিরাপদভাবে’ থামানো হয়েছে এবং আরোহীদের একটি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। প্রকাশিত ভিডিওতে থুনবার্গকে জাহাজ থেকে নামিয়ে নিতে দেখা যায়। তবে মন্ত্রণালয় তাদের বিবৃতিতে নৌযানগুলোকে ‘হামাস-সংশ্লিষ্ট’ দাবি করলেও কোনো প্রমাণ প্রকাশ করেনি। অন্যদিকে, ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন, তারা আন্তর্জাতিক জলসীমায় বৈধভাবেই চলছিলেন। ইসরায়েলের এই পদক্ষেপকে তারা ‘অপহরণ’ আখ্যা দিয়ে বলেছে, “আমরা কোনো আইন ভাঙিনি, বরং অবৈধ হলো...