ভারতীয় সংবাদমাধ্যম তার আখ্যা দিয়েছে ‘বাংলাদেশের অভিষেক শর্মা’। তবে একটা দিক থেকে অভিষেককেও পেছনে ফেলেছিলেন সাইফ হাসান। সদ্যসমাপ্ত এশিয়া কাপে চার ম্যাচে ১২টি ছক্কা মেরে সবাইকে চমকে দিয়েছেন বাংলাদেশের ওপেনার সাইফ। টুর্নামেন্টে তার চেয়ে বেশি ছক্কা মেরেছেন শুধু ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। তবে টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার ১৯ ছক্কা মেরেছেন সাত ম্যাচে। ম্যাচপ্রতি ছক্কায় অভিষেকের চেয়েও এগিয়ে থাকা সাইফ এবার ঝড় তুলতে চান শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। এই সিরিজের জন্যই এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায়ের পরও বাংলাদেশ দল রয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতে। আজ রাত ৯টায় প্রথম টি-টোয়েন্টিতে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। এই দলে অবশ্য নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। চোটের দরুন নিয়মিত অধিনায়ক লিটন দাস ছিটকে যাওয়ায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন জাকের আলী। লিটনের জায়গায়...