০২ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৮:০৪ এএম গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েলি অবরোধের কারণে ত্রাণসামগ্রী পৌঁছানো একটি মানবিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বহুবার চেষ্টা করা হলেও প্রায় প্রতিবারই ইসরায়েলি বাহিনীর কঠোর বাধার মুখে পড়ে এসব প্রচেষ্টা। এবারও তার ব্যতিক্রম হয়নি। সাম্প্রতিক সময়ে ৪৪টি জাহাজ ও প্রায় ৫০০ যাত্রী নিয়ে গঠিত আন্তর্জাতিক মানবিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজায় পৌঁছানোর আগেই ইসরায়েলি সেনারা নিয়ন্ত্রণে নিয়েছে। গত ৩১ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করে এই বহর, যার লক্ষ্য ছিল খাদ্য ও চিকিৎসা সামগ্রীসহ মানবিক সহায়তা গাজায় পৌঁছে দেওয়া। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ইসরায়েলি সেনারা বহরের অন্যতম নেতৃত্বদানকারী জাহাজ আলমা-তে উঠে পড়ে এবং পরে আদারা নামের আরেকটি জাহাজও দখলে নেয়। ইসরায়েলের দাবি, এ নৌবহর তাদের...