০২ অক্টোবর ২০২৫, ০৮:৫০ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৮:৫০ এএম শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে ফেনী সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। সীমান্তের ১০২ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকায় ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে একটি বেইজ ক্যাম্পসহ ৫ প্লাটুন বিজিবি সদস্য দিন-রাত মোতায়েন রয়েছে। ১ অক্টোবর বুধবার মহানবমী উপলক্ষে বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, জি+ ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়ার রাধাকৃষ্ণ সেবাশ্রম কেন্দ্রীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা এবং ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার।পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সভাপতি, সম্পাদক ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার শান্তিপূর্ণ, নিরাপদ...