বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ও রাজনীতিবিদদের ক্রীড়াঙ্গনে ভূমিকা নিয়ে এবার সরাসরি মন্তব্য করেছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ওই পোস্টে ইশরাক লেখেন, গত কয়েকদিন অনেক কিছু বলা হলেও, নির্বাচনকে প্রভাবিত না করার জন্য আমি কোনো পাবলিক প্ল্যাটফর্মে কথা বলিনি। আজ অল্প কিছু বলছি, কারণ সব খুলে বললে অনেকের পোশাক পর্যন্ত খুলে যেতে পারে। তিনি আরও স্পষ্ট করেন যে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সন্তানরা ক্রিকেট বোর্ডে আসার চেষ্টা করেছেন দেশ ও জাতির কল্যাণে। ‘আমাদের সকলের ভালোবাসা এবং গৌরবের জায়গা ক্রিকেট। কিছু মানুষ বলছে, রাজনীতিবিদ বা তাদের পরিবারের কেউ ক্রীড়া সংগঠক হওয়া হারাম। এটি কোনো কেলেঙ্কারি বা আইন লঙ্ঘন নয়,’ যোগ করেন তিনি। ইশরাকের মতে, যারা প্রার্থী হয়েছিলেন, তারা...