নিজস্ব প্রতিবেদক : ইরানের প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ ও সরবরাহে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র সরকার একসঙ্গে ২১টি প্রতিষ্ঠান ও ১৭ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।বুধবার (১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (OFAC) থেকে এ ঘোষণা দেওয়া হয়। মার্কিন কর্তৃপক্ষের দাবি, ইরানের "Aerospace Industries Organization (AIO)" এবং "Shahid Bakeri Industrial Group (SBIG)"-এর সঙ্গে যুক্ত একটি বিস্তৃত নেটওয়ার্ক গোপনে দেশীয়ভাবে সামরিক প্রযুক্তি সংগ্রহ করছে। উল্লেখ্য, এই দুটি প্রতিষ্ঠান ইরানের শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির নেতৃত্ব দেয়। এছাড়া, একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক, যা ইরান, হংকং ও চীনে সক্রিয়, তারা মার্কিন উৎপাদিত ইলেকট্রনিক পণ্য শিরাজ ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করেছে। প্রতিষ্ঠানটি রাডার ও মিসাইল গাইডেন্স সিস্টেম তৈরি করে। আরও একটি নেটওয়ার্ক, যার শাখা ছড়িয়ে রয়েছে ইরান, জার্মানি, তুরস্ক, পর্তুগাল এবং উরুগুয়ে...