আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার ও নির্বাচন কমিশন থেকে স্পষ্ট ঘোষণার পর চট্টগ্রামে নির্বাচনী উত্তেজনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগসহ নানা কর্মসূচি শুরু করেছেন। তবে বেশ কয়েকটি আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী মাঠে থাকায় দলের সাধারণ কর্মীরা কিছুটা দ্বিধায় রয়েছেন। অন্যদিকে, জামায়াতে ইসলামী আগেভাগে একক প্রার্থী ঘোষণা করায় তাদের প্রার্থী ও কর্মীসমর্থকরা প্রচারণা ও গণসংযোগে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। মূল দলের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও একযোগে জামায়াতের প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করছেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবুর রহমান শামীম দেশ রূপান্তরকে বলেন, ‘দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিতে প্রতিটি আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকা স্বাভাবিক। এটি অস্বীকার করার সুযোগ নেই।’ তবে তিনি জানান, প্রতিটি আসনে ঐক্যবদ্ধভাবে দল থেকে একক...