বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশাসনে কারা আসবেন? পরবর্তী বোর্ড সভাপতি কে হবেন? নির্বাচনকে ঘিরে কোট-কাচারি, মনোনয়ন উত্তোলন, জমা, বৈধতা, বাতিল, প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থী ঘোষণা...এসব নিয়েই এখন ক্রিকেটের দিন-যাপন। ক্রিকেট বোর্ডের বিশাল ক্যানভাসে ক্রিকেটটা বাদে সবই হচ্ছে৷ অথচ আজ বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ওয়ানডে বিশ্বকাপের মিশন শুরু হচ্ছে। খেলা তো বাদ-ই, আলোচনাটাই থমকে গেছে বিসিবি নির্বাচনের ডামাডোলে৷ এতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা নিজেদেরকে একটু দুর্ভাগা ভাবতেই পারেন। চাইলে ২২ বাজে সেই জবাবটা দিয়েও দিতে পারেন। সেই লড়াইয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে কলম্বোতে আজ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। এই আসরে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। তিন বছর আগে প্রথম আসরে গ্রুপ পর্ব-এ একটি জয় কেবল তুলে আনতে পেরেছিল বাংলাদেশ। সেই জয়টা ছিল পাকিস্তানের বিপক্ষে। এবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হয়...