দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলার অস্বস্তি। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় জয়ের স্বস্তি। অনেক আশা। কিছু স্বপ্ন। সবকিছুকে সঙ্গী করে বিশ্বকাপ অভিযান শুরু করছে বাংলাদেশ। নিগার সুলতার দল সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিই খেলছে শুরুতে। প্রতিপক্ষ যে পাকিস্তান! শক্তি-সামর্থ্যের বিচারে বাংলাদেশ, পাকিস্তান আর শ্রীলঙ্কাকে রাখা যায় পাশাপাশি। দেশ ছাড়ার আগে কোচ সরওয়ার ইমরানও বলে গেছেন, এই দুটি ম্যাচে আলাদা করেই চোখ থাকবে তাদের। গত বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র জয়টি ছিল পাকিস্তানের বিপক্ষেই। এবারের আইসিসি উইমেন’স বিশ্বকাপে সেই দলকেই তারা সামনে পাচ্ছেন সবার আগে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায়। গত বিশ্বকাপের জয়টা অবশ্য এবার কাজে লাগবে না বলেই মনে করেন নিগার। তবে মাঠের লড়াই শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বললেন, এবারও জয়ের বিশ্বাস তাদের আছে। ‘‘(গত বিশ্বকাপের...