০২ অক্টোবর ২০২৫, ০৮:০৯ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৮:০৯ এএম নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে গত শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর এবং বিএনপির নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির নেতৃবৃন্দ। “সবার আগে বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে বৈঠকে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল—আগামী জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভূমিকা এবং আন্তর্জাতিক অঙ্গনে বিএনপিকে শক্তিশালীভাবে উপস্থাপন। হুমায়ূন কবীর প্রবাসী নেতৃবৃন্দকে পরামর্শ দেন, যুক্তরাষ্ট্রের সিনেটর, কংগ্রেসম্যান, স্টেট ডিপার্টমেন্ট এবং নিজ নিজ অঙ্গরাজ্যের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে। তিনি বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স যোদ্ধা নন, বরং বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের পথচলায় তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যাতে ভোটার হিসেবে অংশ নিতে পারেন,...