০২ অক্টোবর ২০২৫, ০৮:১২ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৮:২১ এএম মরক্কোর বিভিন্ন শহরে জনস্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের দাবিতে বিক্ষোভরত তরুণদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ঘটেছে। কয়েক দিনের শান্তিপূর্ণ বিক্ষোভের পর মঙ্গলবার গভীর রাতে প্রথমবারের মতো দু’পক্ষের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই ঘটনা সম্পর্কে প্রতিবেদন দিয়েছে। ঘটনা ঘটে মঙ্গলবার গভীর রাতে। বিক্ষোভ শুরু হয়েছিল ‘জেনজি ২১২’ নামে পরিচিত তরুণদের একটি দলের উদ্যোগে। তাদের লক্ষ্য ছিল স্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কার আনা এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা। অনানুষ্ঠানিকভাবে এই বিক্ষোভ কয়েকদিন ধরে শান্তিপূর্ণভাবে চলছিল, কিন্তু মঙ্গলবার প্রথমবারের মতো মুখোশধারী কিছু বিক্ষোভকারী পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আগাদিরের কাছে ইনেজগানে বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুঁড়ে মারছে, একটি...