দেড় বছর আগেও এই একই মাঠে বার্সেলোনার স্বপ্ন ভেঙেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ২০২৪ সালের এপ্রিলে এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে ৪–১ গোলে জিতে কাতালানদের বিদায় নিশ্চিত করেছিল তারা। সময় গড়িয়েছে, চ্যাম্পিয়নস লিগের ফরম্যাটও বদলেছে। তবে একই মঞ্চে আবারও হতাশার গল্প লিখল বার্সেলোনা। লিগ পর্বের ম্যাচে ৯০তম মিনিটে গনসালো রামোসের গোলে ২–১ ব্যবধানে জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতে বার্সেলোনা ছিল এগিয়ে। নিজেদের মাঠে আক্রমণাত্মক খেলা চালিয়ে যায় তারা। ১৯তম মিনিটে মার্কাস রাশফোর্ডের নিখুঁত পাস ধরে গোল করেন ফেরান তোরেস। অফসাইড ফাঁদ কাটিয়ে শেভালিয়েকে পরাস্ত করে দর্শকদের উল্লাসে ভাসান তিনি। কিন্তু পিএসজি ভেঙে পড়েনি। প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের গতি পাল্টে যায়। বাঁ দিক দিয়ে নুনো মেন্দেসের দুর্দান্ত দৌড়, এরপর নিখুঁত পাস সেনি মায়ুলুর কাছে। মাত্র ১৯ বছরের এই তরুণ ঠান্ডা...