০২ অক্টোবর ২০২৫, ০৮:২০ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৮:২১ এএম ফিলিস্তিনের গাজার উপত্যকায় মানবিক ত্রাণ পৌঁছে দিতে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ইসরায়েলের বাধা ও ধরপাকড়ের পরও এগিয়ে যাচ্ছে। এই নৌবহরে ৪০টির বেশি বেসামরিক নৌকা রয়েছে, যেগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের ৫০০ জনেরও বেশি মানুষ অংশগ্রহণ করছেন। গতকাল বুধবার রাতের দিকে ফ্লোটিলার ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে ইসরায়েলি বাহিনী নৌবহরে হস্তক্ষেপ করে। অন্তত আটটি নৌকা থামিয়ে দেওয়া হয়—দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্রান্ডি ব্লু। রয়টার্সের খবরে ১৩টি নৌকা থামানোর তথ্য উল্লেখ করা হয়েছে। নৌকাগুলো থেকে কিছু অধিকারকর্মীকে আটক করা হয়, যার মধ্যে সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃতরা নিরাপদ এবং বন্দরে নেওয়া হচ্ছে। ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছানোর একটি বৈশ্বিক...