০২ অক্টোবর ২০২৫, ০৮:০০ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৮:০৫ এএম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে সরাসরি অবস্থান জানালেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, সব সত্য প্রকাশ করলে এমন অবস্থা হবে যে, "অনেকের প্যান্ট খুলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে।" বুধবার (১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বক্তব্য দেন। ইশরাক জানান, গত কয়েকদিন ধরে বিসিবি নির্বাচন নিয়ে তাঁর অনেক কিছু বলার ছিল, তবে নির্বাচন প্রভাবিত না করতে তিনি নীরব ছিলেন। কিন্তু পরিস্থিতি বিবেচনায় তিনি কয়েকটি কথা প্রকাশ্যে বলার সিদ্ধান্ত নেন। ইশরাক হোসেন লিখেছেন, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন ছেলে ক্রিকেট বোর্ডে অংশ নিতে চেয়েছিলেন দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে। তিনি বলেন, ক্রিকেট বাংলাদেশের মানুষের ভালোবাসা ও গৌরবের...