দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এক্সপোর্ট অপারেশন বিভাগে সিনিয়র ম্যানেজার/এজিএম পদে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে।গত ৩০ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে আগামী ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্যপ্রতিষ্ঠান: আরএফএল গ্রুপবিভাগ: এক্সপোর্ট অপারেশনপদের নাম: সিনিয়র ম্যানেজার/এজিএমপদসংখ্যা: ৩ চাকরির ধরন: ফুলটাইমকর্মক্ষেত্র: অফিসেপ্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ইবয়সসীমা: নির্ধারিত নয়শিক্ষাগত ও অভিজ্ঞতার যোগ্যতা আবেদনকারীদের স্নাতক/স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে। এক্সপোর্ট ডকুমেন্টেশন ও কমপ্লায়েন্স, সাপ্লাই চেইন ও লজিস্টিক অপারেশন, মোল্ড ডিজাইন, টুলরুম অপারেশন এবং পণ্য উন্নয়ন বিষয়ে ভালো জ্ঞান থাকা প্রয়োজন। এছাড়া এমএস অফিস ও ইআরপি সিস্টেমে দক্ষতা আবশ্যক। কর্মস্থলহবিগঞ্জ, নরসিংদী ও রংপুর জেলায় নিয়োগ দেওয়া হবে। বেতন ও সুযোগ-সুবিধাবেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।...