নওগাঁর ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমানের বিরুদ্ধে দুই নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর শাস্তি ও অপসারণ দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। তাদের অভিযোগ, ধামইরহাট পৌরসভার ময়লা উপজেলার মঙ্গলকোঠা আবাসিক এলাকায় ফেলার কারণে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে পৌরসভার লোকজনের সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের বাগবিতণ্ডা হয়। পৌরসভার ময়লা ফেলতে বাধা দেওয়ার খবর পেয়ে ধামইরহাটের ইউএনও শাহরিয়ার রহমান ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম ঘটনাস্থলে যান। ওই এলাকায় পৌরসভার ময়লা ফেলতে বিরোধিতা করলে ইউএনও শাহরিয়ার রহমান ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম জনসম্মুখে লাঠি দিয়ে আব্দুল কুদ্দুসের অন্তঃসত্ত্বা স্ত্রী মিতু আক্তার ও একই এলাকার হবিবর রহমানের স্ত্রী সামিরন খাতুনকে মারধর করেন। ভুক্তভোগী গৃহবধূ সামিরন খাতুন বলেন, পৌরসভার লোকজন...