গাজায় ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৩০টি নৌযান ইসরায়েলের বাধা ও ধরপাকড় উপেক্ষা করে এগিয়ে চলেছে। বর্তমানে এগুলো গাজা উপত্যকা থেকে ৮৫ কিলোমিটার দূরে রয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানানো হয়েছে। এদিকে গাজাগামী ত্রাণবাহী বহরে থাকা সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার (১ অক্টোবর) রাতে ভূমধ্যসাগরে গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে অবস্থানকালে ইসরায়েলি বাহিনী ফ্লোটিলাটিকে বাধা দেয়। ইসরায়েল অন্তত আটটি নৌকা থামিয়ে দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্রান্ডি ব্লু। তবে রয়টার্সের এক প্রতিবেদনে ১৩টি নৌযান আটকের কথা উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি সেনারা নৌযানগুলো থেকে বেশ কয়েকজন মানবাধিকার কর্মীকে আটক করেছেন। তাদের মধ্যে রয়েছেন সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামাস-সুমুদ ফ্লোটিলার...