ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণসামগ্রী পৌঁছে দিতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত ১৩টি জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে ওই নৌবহরে থাকা সুইডেনের খ্যাতনামা জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ একাধিক মানবাধিকার কর্মীকেও আটক করেছে তারা। আজ ২ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি নৌবাহিনী ত্রাণবাহী একটি জাহাজে অনুপ্রবেশ করে সেটিকে জোরপূর্বক নিজেদের বন্দরে নিয়ে যায়। এসময় ওই নৌযানে থাকা সবাইকে আটক করে তারা। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লোটিলার কিছু জাহাজকে থামানো হয়েছে এবং সবাই নিরাপদে আছে। গ্রেটা থুনবার্গ ও অন্যান্য কর্মীরা সুস্থ ও নিরাপদ অবস্থায় রয়েছেন। তাদের প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি নৌযানের ডেকে বসে আছেন গ্রেটা থুনবার্গ ও আরও কয়েকজন অধিকারকর্মী। চারপাশে তাদের ঘিরে রেখেছে সশস্ত্র ইসরায়েলি সেনারা। ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন, তারা...