ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফেরানোর যুগপৎ আন্দোলনের শরিকদের দ্রুতই আসন ছাড়ের সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইতোমধ্যে দলগুলোর কাছে তালিকা চেয়েছেন বিএনপির নীতিনির্ধারকরা। সূত্র জানিয়েছে, যুগপৎ আন্দোলনে থাকা প্রায় ৫০টি দল যে তালিকা দেবে সেখান থেকে যারা ভোটে জিতে আসতে পারে এমন নেতাদের আসন ছাড় দেওয়া হবে। মিত্র দলগুলোর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলাপে জানা গেছে, বিএনপি এরই মধ্যে তাদের কাছে সম্ভাব্য প্রার্থীদের নাম চেয়েছে। দলগুলোর মধ্যে দুই-একটি বাদে বাকিরা প্রার্থীদের নামের তালিকা এখনো প্রস্তুত করেনি। ছয় দলের সমন্বয়ে গঠিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মিত্র জোট গণতন্ত্র মঞ্চ এ বিষয়ে বৈঠক করেছে। সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামী ৪ অক্টোবরের মধ্য তাদের জোটের শরিক দলগুলোর তালিকার প্রাথমিক বাছাই হবে। আর ১২ দল ও জাতীয়তাবাদী সমমনা জোট এখনো প্রার্থী...